Gold Hajj Package 2025

কসমিক এয়ার ইন্টারন্যাশনাল
গোল্ড হজ্জ প্যাকেজ-২০২৫


প্যাকেজ টাইপ : প্যাকেজ-বি (ইকোনমি মানের হোটেল)

সফরসূচী        : গমন: ১০/১৫ মে (১৪/১৯ জিলকদ) হজ্জ ফ্লাইট আরম্ভের ১৫-২০ দিনের মধ্যে

মোট অবস্থান  :  ৩০-৩৫ দিন (ফ্লাইট শিডিউল সাপেক্ষে) মক্কা ও মদিনার অবস্থান এজেন্সী কর্তৃক নির্ধারিত

সংক্ষিপ্ত সফরের ক্ষেত্রে রিটার্ন টিকেট এর খরচ হজ্জযাত্রী বহন করবেন।

প্যাকেজে অন্তর্ভুক্ত সেবাসমূহ :

  1. বিমান টিকিট       : সৌদি এয়ারলাইন্স / বাংলাদেশ বিমান ইকোনমি ক্লাস। রুট: ঢাকা-জেদ্দা-ঢাকা / ঢাকা-জেদ্দা-মদিনা-ঢাকা
  2. মক্কা হোটেল         : মসজিদুল হারাম এর বাহিরের চত্বরের সীমানা থেকে ৮০০-১০০০ মিটারের মধ্যে। পায়ে হাঁটার দূরত্ব ১৫-২০ মিনিট। এক রুমে ৪-৬ জন হজ্জযাত্রী অবস্থান করবেন। হোটেল এর অবস্থান মেসফালাহ, জারোয়াল, তাইসির, আজিয়াদ এবং গাজ্জা এলাকার যে কোন স্থানে।
  3. মদিনা হোটেল      : সমমানের মসজিদুল হারাম এর বাহিরের চত্বরের সীমানা থেকে ৬০০-৮০০ মিটারের মধ্যে। পায়ে হাঁটার দূরত্ব ১০-১৫ মিনিট। এক রুমে ৪-৬ জন হজ্জযাত্রী অবস্থান করবেন হোটেলের অবস্থান: মারকাযিয়া অথবা মসজিদে নববীর সন্নিকটে।
  4. যাতায়াত            : সৌদি হজ্জ মন্ত্রণালয় কর্তৃক ব্যবস্থাপনায় শেয়ারিং বাস। হজ্জের দিনগুলোতে মোয়াল্লেম এর ব্যবস্থাপনায় বাস সার্ভিস। ( ১০০ জনের জন্য ১টি বাস)। হজ্জের দিনগুলোতে যাতায়াতের রুট হবে- মক্কা-মিনা, মিনা-আরাফা এবং আরাফা- মুজদালিফা। উল্লেখ্য, মুজদালিফা থেকে মিনা/জামারাহ কিংবা মক্কায় যাতায়াত প্রধানত পায়ে হেঁটে করতে হবে। সম্মানিত যাত্রীর চাহিদা অনুযায়ী প্রাইভেট GMC, COASTAR অথবা AC BUS দেওয়া যাবে, খরচ আলোচনা সাপেক্ষে।
  5. খাবার ব্যবস্থাপনা : ক্যাটারিং কোম্পানী / লোকাল রেস্টুরেন্ট থেকে তিনবেলা সাধারণ মানের দেশীয় খাবার সরবরাহ করা হবে। সকালের নাস্তা- রুটি (প্যাকেটজাত) / পরোটা এবং ডাল/ডিম/ভাজি/হালুয়া; দুপুর এবং রাতের খাবার- সাদা ভাত, ভর্তা/ভাজি/সজি, মাছ/গোশত এবং ডাল। ব্যক্তিগত রুচি মোতাবেক খাবার সরবরাহ সম্ভব হয় না।
  6. মিনা-আরাফা     : সৌদি হজ্জ মন্ত্রণালয় কর্তৃক বরাদ্দকৃত মিনার তাঁবু এবং আরাফার তাঁবু। মোয়াল্লেম কর্তৃক খাবার এবং যাতায়াত ব্যবস্থা। মিনা-আরাফা-মুজদালিফার প্রধান ব্যবস্থাপনা মোয়াল্লেম এর নিকট বর্তায়।
  7. হজ্জ গাইড         : হজ্জের সফরে গাইড থাকবে। উমরাহ করানো কিংবা হজ্জের আহকামগুলো পালনে প্রয়োজনীয় দিক-নির্দেশনাসহ গ্রুপ ভিত্তিক গাইড থাকবে। মিনা, আরাফায় অভিজ্ঞ মাওলানা হজ্জ সংক্রান্ত আলোচনা ও বয়ান রাখবেন।
  8. জিয়ারাহ           : মক্কা ও মদিনার প্রধান প্রধান ঐতিহাসিক স্থানসমূহ জিয়ারতের ব্যবস্থা থাকবে। এর বাইরে বিশেষত: জেদ্দা, তায়েফ কিংবা অন্যান্য স্থানের জিয়ারত হজ্জযাত্রী নিজ দায়িত্বে করবেন।
  9. হাদী (কুরবানী)  : হাদী (কুরবানী) ঘোষিত প্যাকেজের মধ্যে অর্ন্তভূক্ত নয়। হজ্জযাত্রীকে কুরবানী বাবদ ১০০০ সৌদি রিয়াল সাথে নিতে হবে।

প্যাকেজ মূল্য (জনপ্রতি)

৪-৬ জনের রুম  = ৬,৯০,০০০/-
৩ জনের রুম     = ৭,৯০,০০০/-
২ জনের রুম     = ৮,৯০,০০০/-

সৌদি রিয়াল / ডলার এর মূল্য বৃদ্ধিতে প্যাকেজ এর মূল্য বৃদ্ধি হতে পারে। বাংলাদেশ ও সৌদি সরকার কিংবা হাব কর্তৃক প্যাকেজ মূল্য পরিবর্তন হলে তা সংযোজন বা বিয়োজন করা হবে।

অতিরিক্ত সেবাসমুহ : হজ্জযাত্রীদের রুমে খাবার পৌছানো, চিকিৎসা সহায়তাসহ যে কোন বিশেষ অসুবিধায় সহায়তাকারী হিসেবে এজেন্সীর পক্ষ থেকে একজন দায়িত্বশীল অবস্থান করবেন। বাংলাদেশে গ্রুপ ভিত্তিক দিন ব্যাপী হজ্জ প্রশিক্ষণ, প্রয়োজনীয় বই, ভিডিও টিউটোরিয়াল এবং অনলাইন এবং অফলাইন পরামর্শ প্রদান।

উল্লেখিত তথ্যসমূহ আলোকেই একজন হজ্জযাত্রীর সাথে চুক্তি স্বাক্ষরিত হবে। এখানে উল্লেখিত বিষয়গুলো চুক্তিপত্রের প্রধান প্রধান শর্ত হিসেবে বিবেচিত হবে। হজ্জের সফরে সেবা কম-বেশি করার ক্ষেত্রে প্যাকেজ মূল্য কম-বেশি হতে পারে।

 

Gold Hajj Package 2025

STARTS FROM ৳6,90,000/= Per Person

CONTACT US

01613002428, 01613002425
01755538269, 01613002426
COSMICSHAHEEN@GMAIL.COM
CEO@COSMICAIR.COM.BD
Dar-Us-Salam Arcade, 14 Purana Palton, 5th Floor, Dhaka.

Office Address:
Dar-Us-Salam Arcade, 14 Purana Palton, 5th Floor, Dhaka -1000.
FIND US ON GOOGLE MAPS

Our Contact Numbers:
01613002428, 01613002425, 01755538269, 01613002426,
01973002427, 02-9552329, 02-9571057, 02-9571520

© Copyright 2022 - cosmicair.com.bd All rights reserved.
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram